সর্বশেষ সংবাদ
- জনগন জামায়াত কে ভোট দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে নিছে- আবদুল জব্বার
- মদনপুর,মদনগঞ্জ রাস্তাটি সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
- ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেল বিজয়ী হওয়ায় মাওলানা মঈনুদ্দিন আহমদ এর অভিনন্দন
- অভিনন্দন ডাকসুতে বিজয়ী প্যানেলকে!!
- নারায়ণগঞ্জকে MRT-2 (মেট্রোরেল) প্রকল্পে যুক্ত করার দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এর নিকট বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্মারকলিপির প্রদান

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াত
Share:
পঠিত নিউজ:
৪৪৮
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াত।
মহানগর আমীর মুহাম্মদ আবদুুল জব্বার ও সেক্রেটারী ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের পক্ষ থেকে দেশে- বিদেশে যে যেখানে আছেন এবং নারায়ণগঞ্জবাসীকে ঈদ মুবারক ও শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তারা বলেন, ধর্মপ্রাণ মুসলমানরা পুরো এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর উদযাপন করে থাকেন। যা মুসলিম সম্প্রদায়ের জন্য অত্যন্ত আনন্দের। রহমত,বরকত ও মাগফিরাত এর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভই যার প্রধান উদ্দেশ্য।
সংযমের ব্রত হয়ে ব্যক্তি তাকওয়া অর্জনের মাধ্যমে সোনার মানুষ তৈরী হওয়ার এক অনন্য সুযোগ তৈরী হয়।
নেতৃবৃন্দ পবিত্র ঈদুল ফিতরে ফিলিস্তিনের নিরীহ মুসলিম জনগোষ্ঠীসহ নির্যাতিত মুসলমানদের সুখ,শান্তি ও নিরাপত্তার জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করেন।
জামায়াত নেতৃবৃন্দ সংগঠনের সর্বস্তরের জনশক্তি ও নগরীর বিত্তবানদের প্রতি আহবান জানিয়ে বলেন, নগরীর খেটে খাওয়া শ্রমজীবী সাধারণ গরীব মানুষের সাথে ঈদের আনন্দ ভাড়াভাগি করে নিতে তাদের প্রতি সহযোগীতার হাত বাড়ীয়ে দিতে হবে।
এসময় তারা দেশ- বিদেশে অবস্থানরত সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানান।