- জনগন জামায়াত কে ভোট দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে নিছে- আবদুল জব্বার
- মদনপুর,মদনগঞ্জ রাস্তাটি সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
- ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেল বিজয়ী হওয়ায় মাওলানা মঈনুদ্দিন আহমদ এর অভিনন্দন
- অভিনন্দন ডাকসুতে বিজয়ী প্যানেলকে!!
- নারায়ণগঞ্জকে MRT-2 (মেট্রোরেল) প্রকল্পে যুক্ত করার দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এর নিকট বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্মারকলিপির প্রদান

আল্লাহর ভয় ও ভালবাসা ই মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখতে পারে- মুহাম্মদ আবদুল জব্বার
রবিবার ১৬ মার্চ বিকেলে ফতুল্লা, দেলপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মাঠ কুতুবপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড কর্তৃক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় মহানগরী জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার বলেন ”আল্লাহর ভয় ও ভালবাসা ই মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখতে পারে।” এসময় উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলেন “আমাদের সকলকেই একদিন পৃথিবীতে চলে যেতে হবে আর সেদিন পৃথিবীর সকল কাজের হিসেব প্রত্যেককেই আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহর ভয় ও ভালোবাসা যদি মানুষের মধ্যে থাকে তাহলে সকল মন্দ কাজ থেকে মানুষ বিরত থাকতে পারে। রমজানের রোজা - সিয়াম পালনের মাধ্যমে মানুষ আল্লাহ ভীতি অর্জন করতে পারে, মানুষের মধ্যে তাকওয়া অর্জন হয়, আর যাদের মধ্যে তাকওয়া আল্লাহভীতি থাকে তারা দুনিয়ার সকল মন্দ কাজ থেকে বিরিত থাকতে বাধ্য হয়। আমরা আশা করি এ রমজান আমাদেরকে তাকওয়াবান ও পরহেজগার গড়তে তুলতে সাহায্য করবে। আজকে সারা বিশ্বে যত পাপাচার-অনাচার, অত্যাচার, জুলুম আছে সকল কিছু অপসারণ হতে পারে যখন মানুষের মধ্যে যখন আল্লাহর ভয় মানুষের মাঝে কাজ করবে এবং সে কখনো মন্দ কাজে লিপ্ত হতে পারে না। কুতুবপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড সভাপতি রোকনুদ্দিন মাস্টার এর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন বিশেষ অতিথি মজিবুর রহমান মিয়াজী, ফতুল্লা উত্তর থানা আমির গাজী আবুল কাশেম প্রমুখ।